খাজুরায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৫:২৯

যশোর অফিস : যশোরের খাজুরায় অজ্ঞাত নামা (৭০) এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার খাজুরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে যশোর-মাগুরা মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এখনো পর্যন্ত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা, ওই বৃদ্ধ একজন মানসিক ভারসাম্যহীন। সড়ক দিয়ে হেঁটে চলার সময় সোমবার ভোরে ভারি যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘খাজুরা পুলিশ খবর দিলে সকাল সাড়ে সাতটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অজ্ঞাত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।