ঢাকা অফিস : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেছে হাইকোর্ট।
সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবী আবেদন উপস্থাপন করেন। জামিন আবেদনটি আগেই করা হয়েছিলো। ২৯শে অক্টোবর এই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান।
একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও। ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের অভিযোগে মামলাটি করে দুদক।