যশোর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ষড়যন্ত্রমূলক সাজা’ দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তি দাবিতে যশোরে একাধিক স্থানে মানববন্ধন হয়েছে। বিএনপি নেতারা এই তথ্য দিয়ে জানিয়েছেন, রবীন্দ্রনাথ সড়ক এলাকার কর্মসূচি চলাকালে পুলিশ সেখানে হানা দিয়ে ব্যানার কেড়ে নেয়।
সকালে শহরের হাজী মুহম্মদ মহসিন রোড এলাকায় জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতায় অ্যাডভোকেট সাবু খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া কারাদন্ড প্রত্যাহার করার দাবি জানান। একই সঙ্গে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
এদিকে, একই সময়ে শহরের রবীন্দ্রনাথ রোড এলাকায় জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আরেকটি মানববন্ধন হয়। এই কর্মসূচি চলাকালে সেখানে পুলিশ হানা দেয় অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, পুলিশ সেখান থেকে কাউকে আটক করতে না পারলেও ব্যানার কেড়ে নিয়ে যায়।