খুবিতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১২:৫৩

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সোয়া ৯টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ‘ট্রেইটস, রাইটস এন্ড ডিউটিস অব অ্যান এমপ্লয়ীজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: মতিউল ইসলাম।

ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বাগেরহাটের সিনিয়র সহকারী জজ ড. মো: আতিকুস সামাদ, আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন) তাসলিমা আক্তার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।