খুবিতে বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সেমিনার আজ

প্রকাশঃ ২০২৩-০২-২৬ - ১১:০৮

বিজ্ঞপ্তি : বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন পর্ব শুরু হবে সকাল ৯টায়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখবেন এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেবেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লা হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করবেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান। উদ্বোধন অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন এবং এর পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। দেশের খ্যাতনামা কয়েকজন গবেষক, শিক্ষাবিদ টেকনিক্যাল সেশনে তিনটি টপিকের ওপর তাদের নিবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া তিনিটি আলোচনা সেশনও থাকবে।