খুলনা অফিস: খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ। গতকাল দুপুর ১ টায় খুলনা মেডিকেল কলেজে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও নগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর নেতৃত্বে শ্রদ্ধানিবেদনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য হাসান ইফতেখার চালু, নগর সহ-সভাপতি তাজমুল হক তাজু, মিনহাজ সুজন, যুগ্ম সম্পাদক সোহান হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সানি, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক আহনাফ অর্পন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, সোনাডাঙ্গা থানা সভাপতি জনি বসু, সাধারন সম্পাদক রুমান আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মেডিকেলের নবনির্বাচিত সভাপতি আশানুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রবিন সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ।খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নগর নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে খুলনা মহানগরের আওতাধীন খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখা ও ৩০ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার। খুলনা মেডিকেল কলেজ শাখার আশানুর ইসলাম কে সভাপতি ও মোঃ আশরাফুল ইসলাম রবিনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যের এক বছর মেয়াদী আংশিক কমিটি এবং মহানগরের ৩০ নং ওয়ার্ডের আবু হামজা অনি কে আহবায়ক এবং ইমতিয়াজ মুন্না ও মোঃ তানভীর ইসলাম সাব্বির কে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্যের তিন মাস মেয়াদী আহবায়ক কমিটি অনুমোদন করে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। তাছাড়াও খুলনা মেডিকেল কলেজ থেকে সাইফুল্লাহ মানসুর, ওবাইদুল্লাহ রহমান, এস এম ওমর ফারুখ, সাইদুর রহমান টিটো কে সহ-সভাপতি এবং মোঃ সাগর ও বিভাষ ছন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাদ, ফয়সাল অপু কে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও অনিন্দ সুন্দর কে উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মহানগর ছাত্রলীগের জন্য প্রস্তাব করা হয়।