খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক ২  

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৫:১৮

খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) থেকে মঙ্গলবার রাতে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বেপরোয়া এ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে প্রসূতির স্বজনদের গোলমালের মধ্যে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে র‌্যাব-৬ দুইজনকে আটক করে।

সূত্রটি জানায়, সকাল সাড়ে দশটার দিকে ফকিরহাট উপজেলার পিলজং এলাকা থেকে দিনমজুর তোরাবআলী তার অন্ত:সত্ত্বা স্ত্রী রানী বেগমকে (৩৫) নিয়ে খুমেক হাসপাতালে আসেন। তাকে হাসপাতালে লেবার ওয়ার্ডে ভর্তির পর বেলা পৌনে একটার দিকে বাচ্চা প্রসব করেন। সন্ধ্যায় বাচ্চা নিয়ে বাড়ি যাবার জন্য এ্যাম্বুলেন্স ঠিক করার সময় এ্যাম্বুলেন্সের দুগ্রুপ তোরাব আলীর সাথে বাকবিতন্ডা শুরু করে। একপর্যায়ে বাচ্চার স্বজনদের সাথে সংঘর্ষ বাধে। এসময় বাচ্চাটি তার খালা সোনিয়ার কোলে ছিল। গোলমালের মধ্যে অজ্ঞাতনামা এক মহিলা কোল থেকে জোর করে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। পাবর্তীতে র‌্যাব সংবাদ পেয়ে হাসপাতালের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে আবীদ মেডিকেল হলের প্রবীর এবং গাজীরহাট ফার্মেসীর ইমন নামে দুজন ওষুধ ব্যবসায়ীকে আটক করে।

বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। তবে বাচ্চা চুরির ঘটনা শুনে আমি হাসপাতালে যাচ্ছি।