খুলনাঞ্চলের পাটকল শ্রমিকদের লাঠি মিছিল আজ

প্রকাশঃ ২০১৮-০১-২১ - ১১:৫৭

খুলনা : বকেয়া মজুরী পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনার ৬ পাটকলের শ্রমিকদের কর্মবিরতির ২১তম দিনে শ্রমিকরা একযোগে মিলগেটে বিক্ষোভ সমাবেশ করেছে। অনাহারী শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও বিজেএমসির চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে। খালিশপুর, আটরা ও যশোরাঞ্চলে সকাল ১০টায় স্ব স্ব পাটকলের শ্রমিকরা মিল গেটে জড়ো হয়ে একযোগে এ বিক্ষোভ সমাবেশে করেছে। সমাবেশে বক্তৃতা করেন পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, খলিলুর রহমানসহ নেতৃবৃন্দ। এদিকে আট পাটকলের আন্দোলনে ১১ দফায় সমর্থন দিলেও কাজে যোগ দিয়ে দ্বিতীয় দিনের মত উৎপাদন অব্যহত রেখেছে খালিশপুর ও দৌলতপুর জুটমিলের শ্রমিকরা।
উল্লেখ্য বকেয়া মজুরী পাওনার দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার, ইষ্টার্ণ, আলীম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তারা আর কাজে যোগ দেয়নি দ্বিতীয় দফায় ডাকা কর্মসূচি পালন করছে তারা। দ্বিতীয় দফা আন্দোলনে আজ শ্রমিকদের লাঠি মিছিল সকাল ১০টায় স্ব স্ব মিল এলাকা থেকে শুরু হবে।