খুলনায় গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী অভিযোগ গৃহবধূর পরিবারের

প্রকাশঃ ২০২৫-০২-০৪ - ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা প্রতিনিধিঃ বৈশাখী নামে এক সন্তানের জননী গৃহবধূকে হত্যার করেছে তার স্বামী আরিফ বিল্লাহ এ অভিযোগ তুলেছেন গৃহবধূর পরিবার। খুলনা রায়ের মহলের মোস্তফার মোড় এলাকার টুটুল নগরের বাসিন্দা বৈশাখী। হত্যার ঘটনা উল্লেখ করে বৈশাখীর মা খাদিজা বেগম বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই জামাই ও শাশুড়ি দুইজন সব সময় অত্যাচার করতো। তিনি আরো বলেন, গতকাল রাতে হত্যা করার পর আমার মেয়েকে আই ওয়াশ এর জন্য হাসপাতালে নিয়ে যান। আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার বলেছে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। হত্যাকারী আরিফ বিল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মুজগুন্নী সরদার বাড়ীর আরিফ বিল্লাহর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে বৈশাখীর উপর অমানুষিক নির্যাতন করেন আরিফ বিল্লাহ।এ ঘটনায় বৈশাখীর শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ এর চেষ্টা করলে তাদের কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।এই ঘটনায় বৈশাখীর পিতা: মোহাম্মদ মিলন হোসেন বলেন, থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমার মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মামলা করা হবে।এ ঘটনায় খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মার্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তারা যে অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের সত্যতা মিললে এজার নেয়া হবে।