বিজ্ঞপ্তি :
টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রির অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা করেছে খুলনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শরিফা সুলতানার নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশি দামে টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রির অপরাধে দৌলতপুর জুট মিল গেইট এলাকার লিপি স্টোরকে ৩০(ত্রিশ) হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এপিবিএন খুলনার সহযোগিতায় এ অভিযান সম্পন্ন হয়। অভিযানে ব্যাবসায়ী প্রতিনিধি ও ক্যাব সদস্য উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।