খুলনা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামীর হত্যায় ফুলতলার মাধ্যমিক শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশঃ ২০২০-১০-২৬ - ১২:২১

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক নিভা রানী পাঠকের স্বামী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায় (৭২) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমুলক দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের উপদেষ্টা প্রফুল্ল কুমার চক্রবর্তী, সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অজয় কুমার চক্রবর্তী, পীর মোহাম্মদ, মোশারফ হোসেন মোড়ল, এস এম এ হালিম, মহাসিন বিশ্বাস, এস এম কাউস আলী, মোশারফ হোসেন, প্রশান্ত রায়, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, জাকির হোসেন, ইকবাল হোসেন, প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মোজাফ্ফর হোসেন, জামান সরদার, আবু সাঈদ, রমা বিশ্বাস, জুলফিকার আলী, সুশান্ত বিশ্বাস, নিরোদ মন্ডল, তরুন সেন, শিক্ষক টুকুরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, অনুপম বিশ্বাস, রিপন বৈরাগী, মঈন উদ্দিন ময়না, সুজিত রায়, শেখ মাহমুদুল হক, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, গাজী আবু জাফর প্রমুখ। এছাড়া নেতৃবৃন্দ গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মুজিবর রহমানের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে।