খুলনা : খুলনার আয়কর মেলার প্রথম দিনে ৬৫ লাখ ৬৫ হাজার টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৯৩৯ জন। কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেন (চলতি দায়িত্ব) এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৮৪ জন গ্রাহক। বুধবার বেলা সাড়ে ১১টায় বায়রা কর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
মেলা শেষ হবে ৭ নভেম্বর। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহযোগিতা, আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ বিভিন্ন করসেবা পাওয়া যাবে। মেলায় মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা রয়েছে।