বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ও সৃজনশীল কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন। স্কুলে ছেলে মেয়েদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরন, ক্রীড়া সামগ্রী বিতরন, অবকাঠামোবিহীন স্কুলে অস্থায়ী অবকাঠামো নির্মান, বিদ্যুৎ সংযোগ সহ সিলিং ফ্যানের ব্যবস্থা, সাংস্কৃতিক উপকরন বিতরন, প্রধান শিক্ষকদের মাসিক সভায় উপস্থিতি ও বিষয় ভিত্তিক প্রশিক্ষনে হাজির, শিক্ষা উপকরন বিতরন সহ বহুবিধ কর্মকান্ডে গঠনমূলক সম্পৃক্ততা থাকায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাকে এ শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনিত করেন। বর্তমানে জেলা থেকে তিনি বিভাগীয় পর্যায়ে নির্বাচন বোর্ডে মনোনিত হওয়ার পর্যায়ে রয়েছে। এ দিকে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার প্রমূখ।