দাকোপ প্রতিনিধি : খুলনার বিদায়ী সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাককে দাকোপে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বিদায়ী অতিথি সিভিল সার্জন খুলনা ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ সন্তোষ কুমার মজুমদার, আর এম ও ডাঃ শামীমুজ্জামান, এম ও ডাঃ সাইফুদ্দীন, সিনিয়র ষ্ট্যাফ নার্স গীতা বৈধ্য, স্বাস্থ্য পরিদর্শক কাজী ওয়াহীদুজ্জামান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাবনী মন্ডল, সিএইচসিপি জাহিদুর রহমান, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, শাহ মোঃ শাম্মী ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের পরিসংখ্যানবিদ এনায়েত আলী। অনুষ্ঠানে অবসরে যাওয়া বিদায়ী সিভিল সার্জনকে হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে উপহার সামগ্রী প্রদান করা হয়।