খুলনার মানুষের কল্যাণে একাধিক মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে : সেখ জুয়েল

প্রকাশঃ ২০২৩-০২-১৪ - ১৪:৫৬

খুলনা : সিটি মেয়র ও আহছানউল্লাহ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তালুকদার আব্দুল খালেক সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, খুলনাকে একটি দৃষ্টিনন্দন তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। খুলনার মানুষের কল্যাণে ইতোমধ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, আধুনিক শিশু হাসপাতাল, ডেন্টাল কলেজ নির্মাণ কাজসহ একাধিক মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। একই সাথে চার লেন বিশিষ্ট ময়লাপোতা-জিরোপয়েন্ট সড়ক ও শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সংসদ সদস্য আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, মেট্রোরেল নির্মাণসহ বহু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন। সম্প্রতি তিনি পাতাল রেল প্রকল্প উদ্বোধন করেছেন। দেশের সার্বিক উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি খুলনাবাসীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সংসদ সদস্য কলেজটি সরকারিকরণের বিষয়ে সম্ভব সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

কলেজের অধ্যক্ষ মো: শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো: হামিদুল হক, দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মো: মুন্সী মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।