খুলনার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদকে পদক প্রদান

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১২:৪০

বিজ্ঞপ্তি : বিশিষ্ট সংগঠক মাসুদ মাহমুদ প্রাথমিক শিক্ষা পদক ২০২২ সালের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন রোববার সকালে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসুদ মাহমুদকে পদক ও সনদপত্র প্রদান করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাসুদ মাহমুদ ২০০৬ সালে জেলা ও বিভাগের শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, কাশিয়ানি উপজেলা, গোপালগঞ্জ জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজকর্মী, ২০০৯ সালে কালিয়া উপজেলা, নড়াইল জেলা ও বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী এবং ২০১২, ২০১৬ ও ২০২২ সালে মহানগর, জেলা ও বিভাগের বিদ্যোৎসাহী-সমাজসেবী নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১১ সালে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিভাগের শ্রেষ্ঠ পরিবেশ পদক লাভ করেন।