খুলনার ৬৮ ইউনিয়নে ৭ মার্চের নানা কর্মসূচি

প্রকাশঃ ২০২১-০২-২৫ - ১৮:১৮

ইউনিক প্রতনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ৬৮টি ইউনিয়নে দিনটি পালনে নানা কর্মসূচির নির্দেশনা দিয়েছে। উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হবে। জেলা পর্যায়ের আকর্ষণীয় কর্মসূচির মধ্যে রয়েছে পীর খানজাহান আলী (রঃ) সেতু থেকে রূপসা উপজেলার কুদীর বটতলা পর্যন্ত আলোকসজ্জ্বা করা। সাত মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সকল সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টরী প্রদর্শন, চলচ্চিত্র প্রদর্শন, আলোকচিত্র প্রদর্শন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রতিযোগিতার উপর প্রতিযোগিতার আয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, স্বাস্থ্য বিভাগ, শিল্পকলা একাডেমী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ গল্লামারীস্থ তৎকালীন বেতার কেন্দ্র থেকে আট মার্চ সকালে প্রচার হয়।