খুলনা : খুলনায় অজ্ঞাত এক ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সাউথ এসএম শাকিলুজ্জামান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিন মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে। মরদেহের মাথা, দুই পা ও দুই হাত নেই। তিনি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।