খুলনায় অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১২:৪৭

ইউনিক ডেস্ক : নগরীতে অজ্ঞান পার্টির সদস্যরা এক ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে নগরীর জিরোপয়েন্টের সামনে মোস্তর মোড়ের মাঝামাঝি স্থানে। ইজিবাইক চালকের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ে এলাকায়। সে ওই এলাকার রমাকান্ত মল্লিকের ছোট পুত্র।

জানা যায়, উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড় এলাকার ইজিবাইক চালক নিতাই মল্লিক গল্লামারি থেকে যাত্রী উঠিয়ে জিরোপয়েন্ট বাইপাস সড়ক দিয়ে সোনাডাঙ্গা যাওয়ার পথে মোস্তর মোড় এলাকায় পৌঁছালে ইজিবাইকে থাকা যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে ইজিবাইক থেকে চালক নিতাইকে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চালক নিতাই এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে।

উল্লেখ্য, ইতিমধ্যে উক্ত চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। এদের হাতে অনেক যাত্রী ও চালক মৃত্যুবরণও করেছে ।