খুলনা : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ খুলনায় পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, মহড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ বারে দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, দুর্যোগকে ভয় নয়, সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। সময় মতো প্রস্তÍতি গ্রহণ করা হলে যে কোন দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ভ‚মিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভ‚মিকম্প জীবনহানীসহ ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন করে। তাই ভ‚মিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারনা, বিভিন্ন অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভ‚মিকম্প মহড়া অত্যন্ত জরুরী। সভায় স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নূর-ই আলম এবং খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোঃ আবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।