খুলনা : খুলনার আড়াই হাজার শিক্ষার্থীকে মহান মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ গল্প শোনানো হয়। সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় শিক্ষা পরিবার স্কুল আঙ্গিনায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলি আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর এটিএম জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান ও মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিট কমান্ডারের সহকারী কমান্ডার মকবুল হোসেন মিন্টু। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতনের বিভিন্ন গল্প তুলে ধরেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর এটিএম জাকির হোসেন বলেন, ছোটবেলায় আমরা দাদী-নানীর কাছে যেসব গল্প শুনেছি তা আজও আমাদের মনে আছে। সেই ধরণা থেকে শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর এ আয়োজন। গত দুই বছর ধরে খুলনা বিভাগের প্রতিটি স্কুল-মাদ্রাসায় ছেলে-মেয়েকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হচ্ছে। যা আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনে দেশ চালাবে। তারা দেশের সঠিক ইতিহাস জানলে শিশুকাল থেকেই জঙ্গিবাদ মৌলবাদকে ঘৃণা করবে।