খুলনা: খুলনা লবনচরা থানা পুলিশ মেহেদী হাসান রাব্বি (১৮) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে । শনিবার সকালে লবনচরা এলাকার কুয়েট মসজিদ রোড থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এলাকাবাসী রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহত রাব্বি গল্লামারী পুলিশ বক্সের পিছনের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। উপর থেকে ফেলে দিলে যেমন থেতলে যায় নিহত রাব্বির মুখে সেরকম থেতলে যাওয়ার চিহ্ন রয়েছে।
রাব্বি শুক্রবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বেরিয়েছিল, তিনি রাতে বাড়িতে ফেরেনি বলে জানান ওসি।