খুলনা : খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
এসময় বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স রুপসা ব্রিকস এর মালিক মো: শরিফুল ইসলাম কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ এর বিভিন্ন ধারার আলোকে ১,৫০,০০০ টাকা (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) নগদ জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে রূপসা থানা পুলিশের ১৫ সদস্যের একটি টিম সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান চলবে বলে জানানো হয়।