খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৭-২৪ - ০০:৩৯

খুলনা অফিস : র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ২৩ জুলাই ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ১৫.৪০ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন বাঘমারা রুপসা ফুয়েল সাপ্লাই ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মিঠু শিকারী(৪২), থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজত হতে ১০৮০ (এক হাজার আশি) পিস ইয়াবা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।