খুলনা অফিস : ঘূর্ণিঝড় আম্পানের কারণে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে ইফতার বিতরণ করা হয়। খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে নগরীর গল্লামারী বাজার এলাকায় দ্বিতীয় দিনের মত ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। এসময়ে ঘূর্ণিঝড় ও করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে আল্লাহপাকের রহমত চেয়ে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া চাওয়া হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মইনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস, গল্লামারী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক মোমতাজ আহমেদ তুহিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এইচ এম রেজাউল করিম যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, সোহেল মোড়ল, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।