খুলনায় ওএমএস এর ১৫ বস্তা চাল জব্দ

প্রকাশঃ ২০২৩-০৫-১৬ - ১৬:৫২

খুলনা : খুলনায় ওএমএস এর চাল সাধারন মানুষের মাঝে বিক্রি না করে অন্যত্র বিক্রির সময় ১৫ বস্তা চাল জব্দ করেছে এলাকবাসি। মঙ্গলবার নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে ওএমএস এর ডিলার আর এম ট্রেডার্স এ এই ঘটনা ঘটে। বিক্রি না ১৫বস্তা চাল উদ্ধার করে আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিতরণ বন্ধ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাষ ও দিয়েছেন তিনি।
বিক্ষুব্ধ এলাকাবাসি জানায়, মঙ্গলবার সকালে নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে আর এম ট্রেডার্স ওএমএস এর চাল বিক্রি শুরু করে। দুই একজনকে চাল দিলেও অধিকাংশকে চাল নাই বলে চলে যেতে বলে তারা। পরবর্তীতে এলাকবাসি দেখে চাল বিক্রি না করে গেটে তালা মেরে ভিতরে চালের বস্তা অন্যত্র নেওয়ার জন্য অন্য বস্তায় ভরে ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে আর এম ট্রেডার্স এর লোকজন। এ সময় তারা তাদের হাতে নাতে ধরে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান। জেলা খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে এসে ১৫ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন এবং আর এম ট্রেডার্স এর চাল ও আট বিক্রি বন্ধ করে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাষ দিয়েছেন।
এলাকাবাসি আরও জানায় আর এম ট্রেডার্স তিন কেজি চাল দেওয়ার কথা থাকলেও দুই কেজি করে চাল দেয়। আর আটা বিক্রিই করে না সাধারন জনগনের কাছে। এ বিষয়ে কথা বললে ক্রেতাদের সাথে খারাপ ব্যাবহার করেন তারা।
ভুক্তভোগী নারী সাহারা বেগম জানান, সকালে আমাকে তিন কেজি চাল দেওয়ার পর অন্যদের চাল দেই নি। চাল নিতে আসলে বলে চাল নাই। প্রতিবাদ করলে আমাদের গালাগাল করে মারধর করে।
অপরভুক্তভোগী আব্দুল জলিল বলেন, আর এম ট্রেডার্স এর মালিকের স্বামী মানুষকে মারধর করে ও গালাগাল করে। কিন্তু চাল বিক্রি করে না। তিন কেজি দেবার কথা থাকলেও দেয় দুই কেজি। আর আটা বিক্রিই করে না।
একই অভিযোগ ঐ এলাকার সেতারা বেগম এরও। তিনি বলেন চাল তিন কেজির যায়গায় দুই কেজি বিক্রি করলেও আটা মোটে বিক্রি করে না এরা।
ঘটনাস্থলে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, আমরা ১ ৫ বস্তা চাল জব্দ করেছি। আটা পাইনি। আপাতত আমরা আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিক্রি সম্পূর্ণ বন্ধ করেছি। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে।