খুলনায় করমেলার চতুর্থ দিনে সাড়ে ৫০ লাখ টাকা আদায়

প্রকাশঃ ২০১৭-১১-০৪ - ২৩:২৯

খুলনা : জমে উঠেছে খুলনার আয়কর মেলা। নবীন-প্রবীণ করদাতাদের উপস্থিতিতে মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চতুর্থ দিন শনিবার ৫০ লাখ ৪৫ হাজার ৯২৩ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৯৮৬ জন।

খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানান। তিনি বলেন, এ দিন মেলায় রিটার্ন দাখিল করেছেন ৯শ’ ৬৮ জন গ্রাহক। ৫৮ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন। মানুষ লাইন ধরে মেলায় প্রবেশ করেছেন। ঢুকতেই সারি সারি পাতা টেবিলে বসে ফরম পূরণ করেছেন গ্রাহকরা। অনেকে এসেছেন আয়কর বিষয়ে জানতে।

কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেন (চলতি দায়িত্ব) বলেন, কর দিতে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসে করদাতারা উৎসবমুখর পরিবেশে কর জমা দিচ্ছেন। তাদের মধ্যে কর নিয়ে যে বিভ্রান্তি ছিল, তাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে আয়োজিত করমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে ৭ নভেম্বর।