খুলনায় কার্তুজসহ জলদস্যু বাহিনীর প্রধান গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০২-১৪ - ০১:৪৭

খুলনা অফিসঃ খুলনায় ১০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ এক জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার রাতে বটিয়াঘাটা চালনা রোডের নিহারি তলা এলাকা থেকে মোঃ রফিকুল ইসলাম রানা বিডিআর (২৭) নামের ওই জলদস্যুকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ সূত্র জানায়, গত ১২ ফেব্র“য়ারী অতিরিক্ত পুলিশ সুপার সিপিসি স্পেশাল কমান্ডার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা বাসষ্ট্যান্ডের উত্তর দিকে চালনা রোডের নিহারি তলা হিটবাংলা এনজিও অফিসের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট ডিউটি করাকালীন সন্দেহজনক গাড়ী ও লোকজন’কে তল্লাশী করার সময় র‌্যাবের চেকপোস্ট দেখে মোঃ রফিকুল ইসলাম রানা বিডিআর দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে ধরে তদেহ তল্লাশী করলে লুঙ্গিন পিছনের কোচে একটি পাতলা পলিথিনের মধ্যে নীল রংয়ের পুরাতন সচল ১০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। আটক জলদস্যু কয়রার জোড় সিংহ এলাকার মৃত সামসুল গাজীর ছেলে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে জলদস্যু/বনদস্যু রানা বিডিআর বাহিনীর প্রধান। আসামীর বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।