খুলনা : নগরীর রায়েরমহল এলাকা থেকে চোরাই একটি ল্যাপটপ ও দুইটি মোবাইলসহ চোর সিন্ডিকেটের সদস্য মানিক হাওলাদার(২৩)কে আটক করেছেন কেএমপি ডিবি পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টায় ওই এলাকায় ডিবি পুলিশের একটি টিম উক্ত চোরাই মালামালসহ তাকে আটক করেন।
ডিবি পুলিশের সূত্র মতে, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম, পিপিএম এর তত্ত্বাবধায়নে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ভাস্কর সাহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল পশ্চিম পাড়া কমিশনারের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের পুত্র মানিক হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত
একটি সনি-এম৫ ও মাইক্রোসফট৪৩০ মডেলের দুইটি মোবাইল ও একটি এইচপিকোর-৩ ল্যাপটপ উদ্ধার করা হয়। উক্ত আসামী ও তার অন্যান্য সহযোগীরা খালিশপুর থানাধীন মুজগুন্নী আবাসিক এলাকার বিভিন্ন বাসায় গ্রীল কেটে ডাকাতি করে থাকেন বলে প্রাথমিকভাবে ডিবি পুলিশের কাছে স্বীকার করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।