খুলনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৪:৩৮

বিজ্ঞপ্তি : দেশব্যাপী ষষ্ঠ বারের মত জাতীয়ভাবে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের ধারাবাহিকতায় বিকাল ৩টায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনার আয়োজনে একুশে বইমেলার মঞ্চে সেমিনার, পুরস্কার ও সনদ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার, উপপরিচালক (উপসচিব), মো: ইউসুপ আলী। ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আযম খান কর্মাস কলেজের, সহযোগী অধ্যাপক, তারক চাঁদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনার জেলা শিক্ষা অফিসার, মো: কামরুজ্জামান এবং খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো: তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অতিথিবৃন্দ জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্যের আলোকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গ্রন্থ ও গ্রন্থাগারের ভূমিকা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন এবং সকলকে বিশেষ করে নবীন প্রজন্মকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস ২০২২ এবং জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা কর্তৃক আয়োজিত রচনা, বইপাঠ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি এস এম হুসাইন বিল্লাহ।