খুলনাঃ চোর চোর বলে জামাইকে ধাওয়া করতে যেয়ে শশুরের করুন মৃত্যু। এলাকাবাসী সূত্রে জানা যায় নতুন বাজার রাঙ্গা মিয়ার গলির মৃত্যু রাঙ্গা মিয়ার মেজ পুত্র জামাল করুন মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে জামালের পরিবার জানায় জামালের বড় মেয়ে রুনা আক্তার দীর্ঘ দিন ধরে রামনগর এলাকায় এক মুসলিম পরিবারে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার রুনা বেগমের দুইটি মেয়ে সন্তান জন্ম হয়। রুনা বেগমের স্বামী পরে আর একটি বিবাহ করে এ বিষয়টি নিয়ে বাবা জামালের ঘরে দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে আশ্রয় নেয়। এদিকে রুনা বেগমের স্বামীর সাথে কোন প্রকার সম্পর্ক থাকে না। দুঃখ কষ্টের মাঝেও দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে আশ্রয় নেয়। রুনা বেগম জে জে এস নামে একটি এনজিওতে চাকরী করে। প্রতিনিয়ত রুনার স্বামী রুনার বাড়ীর সামনে এসে দাঁড়ায়। গত শুক্রবার রাত পৌনে ১০টায় রাঙ্গা মিয়ার গলির সামনে বড় জামাইয়ে দেখতে পেয়ে জামাল জামাইয়ের উপর ক্ষিপ্ত হয়। তার সাথে কথাকাটাটির এক পর্যায়ে জামাই দৌড়ে পালায়। এ সময় শশুর চোর চোর বলে চিৎকার করতে করতে ধাওয়া করে। রাস্তার ওপর জামাল অসুস্থ্য হয়ে পড়ে। তাকে নার্গিস মেমোরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা দেন। এদিকে জামাইকে এলাকাবাসী ধরে নিয়ে মারধর শুরু করে। খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জামাইকে উদ্ধার করে। মৃত্যু জামাল মরে যাওয়ার সময় দুই ছেলে ও তিনটি মেয়ে রেখে যান। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বি, এম গোলাম কিবরিয়া রতন ও নতুন বাজার বিত্তহীন সমিতির সভাপতি টুলু ফকির সাধারণ সম্পাদক শাহআলম শেখ গভীর শোক প্রকাশ করেন।