খুলনা : জামায়াতে ইসলামী বাংলাদেশের ডাকা হরতাল উপেক্ষা করেই খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসষ্টান্ড হতে দূরপালার পথে যাত্রীবাহি বাস ও মালবাহী গাড়ি ছেড়ে গেছে। ফলে খুলনায় হরতালে কোন প্রকার প্রভাব ছাড়াই নির্বিঘ্নে কাটিয়েছে নগরবাসী। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় সরেজমিনে সোনাডাঙ্গা বাসষ্টান্ড ঘুরে দেখা যায়, খুলনা-যশোর-কুষ্টিয়া-ঢাকা এবং খুলন-বাগেরহাট, খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটের বাস ও মাইক্রোবাসগুলো যাত্রী নিচ্ছে। শহর ও এর আশেপাশের হাইওয়েতে বাস, ট্রাক ও প্রাইভেট কার চলাচল করছে। পাশাপাশি নাশকতা ও সহিংসতা রোধে পুলিশের সতর্কবস্থান ও নিয়মিত টহল লক্ষ করা গেছে। বাস শ্রমিক আলিমুল, শুকুর সহ আরও কয়েকজনের কাছে হরতালে গাড়ি চলছে কিনা এমন প্রশ্ন করলে তারা বলেন, কিসের হরতাল, আমরা হরতাল মানিনা। শ্রমিকদের পেটে লাথি মেরে হরতাল আর নয়। তারা আরও বলেন অন্যান্য দিনের মত আজও প্রত্যেক রুটে গাড়ি চলবে। এদিকে সোনাডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সারাদেশে জামায়াতের ডাকা হরতালের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে তাদেরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়। আটকরা হলেন সবুজবাগ এলাকার মজিবুর রহমানের ছেলে মশিউর রহমান, বানরগাতি এলাকার শেখ আ. মজিদের ছেলে মিজানুর রহমান, আরাফাত এলাকার হাফেজ রেজওয়ান, আড়ংঘাটা এলাকার ওহাব শেখের ছেলে দেলোয়ার হোসেন ও নবপলি এলাকার মো. মোসলেম। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, হরতালের পক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিলসহ নাশকতার প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে নগরীর পুজাখোলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়।