খুলনায় ট্রাক চালককে পুলিশের নির্যাতন

প্রকাশঃ ২০১৮-০২-০৬ - ২১:৪২

খুলনা : সিগন্যাল অমান্য করার অভিযোগ এনে ট্রাক চালক মোহাম্মদ রনিকে পুলিশ নির্যাতন চালিয়েছে। এই নির্যাতনের প্রতিবাদ করায় স্থানীয়দের সাথে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দাঙ্গা পুলিশ এনে পরিস্তিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর রুপসা পাইকারী কাঁচা বাজারে এই ঘটনা ঘটে। আহত ট্রাক চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
ট্রাকের হেলপার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপসা মোড়ে পুলিশ সিগন্যাল দেয়। এসময় ট্রাক টালক মোড়ে যনিজট হয়ে যাবে বলে ট্রাক সামনে নিয়ে যায়। পুলিশের এস আই গোলাম মোস্তফা পেছনে দৌড়ে আসলে সে ট্রাকটি স্থানীয় কাঁচা বাজারে নিয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে চালককে গাড়ী থেকে টেনে নিচে নামায়। এরপর এলোপাতাড়ী মারধোর শুরু করে। পরে ট্রাক চালকের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। ফাঁকা জায়গায় শিশু কিশোরদের খেলার উইকেট নিয়ে পেটানো শুরু করে। সেসময় অপর এক ট্রাক চালক এস আই গোলাম মোস্তফার পা চেপে ধরে বলে ‘ রনি কোন অন্যায় করলে তাকে থানায় নিয়ে শাস্তি দেন। এভাবে পেটাবেন না’ একথা শুনে পুলিশ আরও ক্ষিপ্ত হয়। সে তাকেও পেটানো শুরু করে। পওে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠলে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ প্রেরণ করা হয়। দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ট্রাক চালক রনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশ জানায়, রুপসা ব্রীজ পার হয়ে আসার সময় লবণচরা থানা পুলিশের সিগন্যাল অমান্য করে। সে না থেমে রুপসা কাঁজা বাজার ষ্ট্রান্ডে ট্রাক নিয়ে যায়। তাকে কোন মারধোর করা হয়নি। এবং ট্রাক থেকে কোন প্রকার অবৈধ মালামালও উদ্ধার হয়নি। তবে ট্রাক চালককে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কথার কোন সদুত্তোর পুলিশ দিতে পারেনি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।