খুলনা: খুলনার খালিশপুরে নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০ আগস্ট (সোমবার) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর র ডিপোতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে নিহত রাজু ও কামালের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি।
অগ্নিকান্ডে দগ্ধ হয়েছেন ৯ জন শ্রমিক। আহতদের মধ্যে ৬জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেলসহ (২৬)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।৭চ