খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১১:১৭

বিজ্ঞপ্তি : আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার ৫০ জন ভিডিপি সদস্যদের ১২ দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মো: সেলিমুজ্জামান। সভাপতিত্ব করেন আনসার ব্যাটালিয়নের অধিনায়ক-৩ চন্দন দেবনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে উজ্জীবিত করে দুর্যোগ বিষয়ে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করে। এলাকার জনগণকে প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্টি দুর্যোগ মোকাবেলায় সামাজিক সম্প্রীতির মাধ্যমে সম্পৃক্ত করে, দুর্যোগকালীন সময়ে জনগণের সহায়তা করতে হবে। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট, খুলনা, মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, প্রশিক্ষণ কর্মকর্তা মো: তারিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ।