খুলনায় ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-২২ - ১৬:৩২

তথ্যবিবরণী : ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব এবং ক্যান্সার বিষয়ক এ্যাডভোকেসী সভা রবিবার সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল ফজল। প্রধান অতিথি বলেন, ধুমপান নিষিদ্ধ করলেই হবে না বরং তামাকের উৎপাদনকেও নিয়ন্ত্রণ করতে হবে। তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার স্বেচ্ছায় আত্মহত্যার শামিল। এ থেকে মুক্তির জন্য জীবন যাপনের ধরণে পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষকে ধুমপানের বিদ্যমান আইন সম্পর্কে জনানো এবং ধুমপানমুক্ত জীবনের ইতিবাচক দিকগুলো সম্পর্কে প্রচারণা জরুরী বিষয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ আতিয়ার রহমান ও খুলনা জেনারেল হাসপাতালে আরএমও ডা. মাহবুবার রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র সহকারী প্রধান খন্দকার বদরুল আলাম। সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর কর্মকর্তা উপস্থিত ছিলেন।