খুলনায় পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাংবাদিক মানস ঘোষ

প্রকাশঃ ২০১৭-১১-২৮ - ২০:৫৫

খুলনা : খুলনায় স্থাপিত দক্ষিণ এশিয়ার একমাত্র ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের অধীনে পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় খুলনার বিএমএ ভবন মিলনায়তনে ‘আমার দেখা ৭১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ৭১-এর রণাঙ্গনের সাংবাদিক ও ভারতের দৈনিক স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন সম্পাদক শ্রী মানস ঘোষ।

উক্ত সেমিনারে শ্রী মানস ঘোষ ১৯৭১ সালে একজন বিদেশী সাংবাদিক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে কিন্তু তারপরও অনেক তথ্য আজও অনেক অজানা রয়েছে। তিনি তাঁর বক্তব্যে সেই সময়কার ভয়াবহতার বিবরণ দেন। সেমিনারটির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, সভাপতি, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট। শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডা. শেখ বাহারুল আলম।