খুলনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে শুক্রবার বাদ জুম্মা নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর কমিটির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এক ব্যক্তির প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই নি¤œ আদালতকে ব্যবহার করে এ রায় এসেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া-তারুণ্যের অহংকার তারেক রহমান তথা বিএনপিকে বাইরে রেখে দেশে এক তরফা নির্বাচন করার কোন তৎপরতা শুরু হলে প্রয়োজনে নেতাকর্মীরা দেশ অচল করে দেবে। তার বিরুদ্ধে দেয়া রায় জনগনকে বেদনাহত করলেও দেশনেত্রীর নির্দেশে তারা শান্তিপূর্ণ ও সংঘাতহীন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। কিন্ত নেতাকর্মীদের এই সহনশীলতাকে দূর্বলতা মনে করলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেন তিনি।
সভা থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কর্মীদের নামে খুলনা থানায় মামলা দায়ের এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নগর সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল সহ গত চার দিনে গ্রেফতার ২৫ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। অবিলম্বে তাদের নিঃর্শত মুক্তি এবং নেতাকর্মীর বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধের জোর দাবি জানান।
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, ফখরুল আলম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, জি এম রফিকুল হাসান, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতা হাফেজ শফিকুল ইসলাম।
অপরদিকে জুম্মার নামাজের শেষে জেলা বিএনপির উদ্যোগে নগরীতে বের করা হয় মিছিল। সাউথ সেন্ট্রাল রোডের কমার্স কলেজ হোস্টেলের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা মিছিলে নেতৃত্ব দেন। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, এস এম মনিরুল হাসান বাপ্পী, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, শামসুল আলম পিন্টু, খান আলী মুনসুর, মোল্লা সাইফুর রহমান, এস এম শামীম কবীর, ওয়াহিদুজ্জামান রানা, আব্দুল মান্নান মিস্ত্রি, মিরাজুর রহমান, আতাউর রহমান রনু, মোল্লা কবির হোসেন, চৌধুরী আব্দুস সবুর, শরীফ মোজাম্মেল হক, গোলাম মোস্তফা তুহিন, রফিকুল ইসলাম বাবু, বিকাশ মিত্র, ডাঃ আলমগীর কবির, আবু সাঈদ প্রমুখ।