খুলনায় ভ্রাম্যমাণ বইমেলা শুরু

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৬:৫০

বিজ্ঞপ্তি : প্রতিদিন বইমেলা, প্রতিজনে একটি বই- এই শ্লোগানে আলোঘর প্রকাশনা সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেছে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলোঘর কার্যক্রমের এ উদ্যােগ। এরই ধারাবাহিকতায় আজ ১৫ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো শহীদ মডেল স্কুল এন্ড কলেজ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রেভারেন্ড পলস হাই স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়।