খুলনা অফিস : করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষণা অনুযায়ী ঘরে থাকা খুলনার হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। ত্রাণ বিতরণের পাশাপাশি করোনাভাইরাস রোধে জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন তিনি। লকডাউনের শুরুতেই সেখ জুয়েলের ছোট ভাই শেখ সোহেল খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার এক হাজার ছয়শ’ অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর সংসদ সদস্য সেখ জুয়েলের পক্ষ থেকে আরো এক হাজার ছয়শ’ দরিদ্র মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সেখ জুয়েলের পক্ষে খুলনা চেম্বার অফ কমার্স বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সেখ জুয়েলের পক্ষে সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের পাঁচশ’ দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ইমদাদ খালাসী। প্রতিটিক্ষেত্রেই ত্রাণ বিতরণের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে করোনা ভাইরাসের কারণে অভাব অনটনে পড়া সাধারণ মানুষকে সহায়তা প্রদানের জন্য সেখ জুয়েল সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি সমাজের মধ্যবিত্ত শ্রেণির মানুষ যারা কষ্টের মধ্যে আছেন, আবার লজ্জায় কারো কাছে কিছু বলতেও পারছেন না, তাঁদের বাড়িতেও নিজস্ব ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবানসহ ইত্যাদি পণ্য পৌঁছানোর ব্যবস্থা করেছেন তিনি। প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকেই পত্রিকায় বিবৃতি দিয়ে সেখ সালাহউদ্দিন জুয়েল খুলনার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন।
খুলনায় করোনাভাইরাস রোধে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় তাদের করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কেও সচেতন করা হচ্ছে। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, ‘করোনাভাইরাস নামের অতিক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে একসঙ্গে লড়ছে গোটা বিশ্ব। এ লড়াই নিজে বাঁচার এবং অন্যকে বাঁচানোর। ভাইরাসের ব্যাপক সংক্রমণ থেকে দেশের মানুষদের রক্ষায় গত ২৬ মার্চ থেকে লম্বা সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে নিজেকে বাঁচানোর যুদ্ধ করছে সবাই। করোনার কারণে সবাই যেখানে গৃহবন্দী সেখানে বেকায়দায় পড়েছেন খুলনার নিম্ন আয়ের অসচ্ছল দরিদ্র মানুষগুলো। কাজ না থাকায় আয় নেই, নেই খাবারের নিশ্চয়তাও। এমন পরিস্থিতিতে কেউ নিজেকে অসহায় ভাববেন না। আমরা যে কোন সমস্যায় সবসময় আপনার পাশে আছি। আমার পক্ষ থেকে করোনা সংক্রমণরোধে টানা ছুটিতে ঘরবন্দি হতদরিদ্রদের খাবার পৌঁছে দেয়া হচ্ছে। কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সাবান বিতরণ অব্যাহত রয়েছে। কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে হটলাইনে ১৬২৬৩ বা ৩৩৩ নম্বরে ফোন করুন।’