খুলনায় সমকালের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০২-২০ - ১৭:১৫

খুলনা অফিস : ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১ এর খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের প্রাক্তন বিতার্কিক ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা।
প্রতিযোগিতায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও খুলনা জিলা স্কুল রানারআপ হয়। করোনেশন স্কুলের দলনেতা রুকছানা রহমান মলি সেরা বক্তা নির্বাচিত হন। এছাড়া প্রতিযোগিতায় বিএন স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, খুলনা পাবলিক কলেজ, ফাতিমা উচ্চ বিদ্যালয় ও সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক সারওয়ারে আখতার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মনোজ কুমার মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় এবং নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ সাউদ আল ফয়সাল রাজু।
সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য তৈয়াবুর রহমান ও আল মাহদী। উপস্থিত ছিলেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, বাণিজ্যিক প্রতিনিধি পলাশ দত্ত।