খুলনা : দিঘলিয়ার ষ্টার জুট মিলের প্রকল্প প্রধান আহসান কবীরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার বিকালে খালিশপুর প্লাটিনাম গেটে বিআইডিসি সড়কে খুলনা-যশোর অঞ্চলের ৯ পাটকলের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান আবুল কালাম হাজারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। তিনি ক্ষমতায় এসে বন্ধ মিলগুলি চালু করেছেন। আমরা নানা সমস্যার মধ্যে দিয়েও মিলগুলির উৎপাদন সচল রেখেছি। অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে গত রবিবার জেবি অয়েল পরিবহন ঠিকাদার মোল্যা আকরাম হোসেনের উস্কানিতে বহিরাগত সন্ত্রাসীরা দলীয় নাম ভাঙ্গিয়ে স্টার জুট মিলের প্রকল্প প্রধান আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের জন্য জোর দাবী জানান। ক্রিসেন্ট, প্লাটিনাম, ষ্টার, দৌলতপুর, খালিশপুর, জেজেআই, কার্পেটিং, আলীম ও ইষ্টার্ন জুট মিলের কর্মচারীরা-কর্মকর্তারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে আরও বক্তৃতা করেন প্লাটিনামের প্রকল্প প্রধান মোঃ শাহজাহান, খালিশপুর মিলের প্রকল্প প্রধান মোঃ শফিকুল ইসলাম, দৌলতপুর জুট মিলের প্রকল্প প্রধান মোঃ সাজ্জাদ হোসেন, ইর্ষ্টান মিলের প্রকল্প প্রধান ড.জুলফিকর মাহমুদ, খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (প্রশাঃ) মোস্তফা কামাল, ব্যবস্থাপক (অর্থ) শাওন মাহমুদ, প্লাটিনামের ব্যবস্থাপক (অর্থ) রইস উদ্দিন আহমেদ, স্টার জুট মিলের ব্যবস্থাপক (অর্থ) মোঃ ইমারত হোসেন, ব্যবস্থাপক (প্রশাঃ) মোঃ কালাম মল্লিক, ভান্ডার ও ক্রয় কর্মকর্তা ফেরদোস আহমেদ, প্রকৌশলী নাজমুল ইসলাম, সিবিএ নেতা মোঃ সোহরাব হোসেন, ব্যবসায়ী নেতা ইমরুল ইসলাম প্রমুখ।