খবর বিজ্ঞপ্তি: নানা ক্রান্তিকালে স্বপ্নপূরীর তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পাশাপাশি নিজেদের খুশি ভাগ করে নিচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে। নানা খারাপ সংবাদের ভিড়ে স্বপ্নপূরী একটি আশা জাগানিয়া সংবাদ । বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল দশটায় খুলনা জেলা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বপ্নপূরী উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময়ে বক্তারা এসব কথা বলেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, দেশের বিশিষ্টজনরা নানা ভাবে ঈদ উপলক্ষে কর্মসূচি পালন করলে বাইরে থাকছেন সুবিধাবঞ্চিত শিশুরা। বিভিন্ন সংগঠন ঈদে পোশাক দিলেও কেউ তাদের সাথে করছেন না শুভেচ্ছা বিনিময়। তাদের কথা ভেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক স্কুল স্বপ্নপূরী তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গান, কবিতা ও অভিনয়ে মাতিয়ে তোলেন জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গন। শুভেচ্ছা বিনিময় শেষে শিশুদেও হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মফিজুল ইসলামের পরিচালনায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুন্নাহার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি(সাউথ) সোনালী সেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, জেলা শিল্পকলা একাডেমির উপ-পরিচালক সুজিত কুমার সাহা, স্বেচ্ছাসেবকলীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সোনালি দিন প্রতিবন্ধি সংস্থার সভাপতি ইশরাত আরা হীরা, মহানগর যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক চিশতী মুস্তারি বানু, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমরান হোসাইন, জহিরুল ইসলাম রাতুল, মো: সাগর প্রমুখ।
সংগঠনের সভাপতি এম সাইফুল ইসলাম জানান, সুবিধাবঞ্চিত শিশুদের কষ্টের কথা আমাদের কাছে বলত। আমরা প্রতিটি মানুষের হাড়ির খবর জানি। অধিকাংশ মানুষের ঈদে ভালো খাওয়ার সামর্থ্য নেই। তাই এবার ঈদে আমরা সবাই মিলে পরিকল্পনা করি এমন একটি আয়োজনের।