খুলনা : খুলনার বিভিন্ন বাজারে দেশী মাছের দাম কেজিতে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে এ ভাবে দাম বাড়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। প্রায় ৫০০ টাকার নিচে কোন দেশী মাছের কেজি মিলছে না। একই সঙ্গে, শীতের প্রভাবে সব ধরনের সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। বেড়েছে ডিম ও গরুর মাংসের দাম। তবে দেশি মুরগির দাম কিছুটা কমেছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর বড় বাজার, গল্লামারী, ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। বড় বাজারের মাছ বিক্রেতা আবুল হোসেন বলেন, শীত মৌসুমে দেশের খাল-বিল শুকিয়ে যাওয়ায় মাছের আমদানি কম। তাই, সব ধরনের দেশি মাছের দাম সপ্তাহের ব্যবধানে ১০০-১৫০ টাকা বেড়েছে। বাজারে বেলে মাছ ৫০০ টাকা, চেলা মাছ ৮০০ টাকা, বাইন ৮০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, আইড় ও বড় বোয়াল এক হাজার টাকা, দেশি চিংড়ি ৯০০ টাকা, বাগদা চিংড়ি ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চাষ করা মাছের দামও কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। পাবদা ৩৫০ টাকা, টাকি ৩০০ টাকা, ছোট রাজপুঁটি ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কালবাউশ ৩০০ টাকা, গ্রাসকার্প ২২০ টাকা, কাতলা ২৮০ টাকা, রুই বড় ৩৫০ টাকা ও মৃগেল মাছ ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই বাজারের সবজি বিক্রেতা আব্দুল্লাহ বলেন, অতিরিক্ত শীত ও কুয়াশায় সবজির ক্ষেত নষ্ট হচ্ছে। আবার শীত মৌসুম শেষ হচ্ছে। এসব কারণেই সবজির দাম বেড়েছে।
সন্ধ্যা বাজারে কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ টাকা, নতুন দেশি আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা, নতুন হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, টমেটো ৩৫ টাকা, শিম ১০ টাকা বেড়ে ৪০ টাকা, লাউ ১০ টাকা বেড়ে ৫০ টাকা পিস, শসা ২৫ টাকা, গাজর ৩০ টাকা, খিরাই ৫ টাকা বেড়ে ৪০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ১০ টাকা বেড়ে ৩৫ টাকা, মুলা ৫ টাকা বেড়ে ১৫ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে ৫০ টাকা, মটরশুটি ২০ টাকা বেড়ে ৮০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ১২০ টাকা, শিমের বিচি ১০০ টাকা, বরবটি ১৪০ টাকা, কচুর লতি ১২০ টাকা, পেঁপে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, লেবু হালিতে ১০ টাকা বেড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সব ধরনের ডালের দাম কিছুটা কমেছে বলে জানান গল্লামারী বাজারের বিক্রেতা ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘মাসকলাই ডাল ১৩৫ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, মসুর ডাল ১৩০ টাকা, হাইব্রিড মসুর ডাল ৯০ টাকা, ভাঙা মসুর ৯০ টাকা, ছোলা ৮০ টাকা, মটর ডাল ৭০ টাকা, বুটের ডাল ৮৫ টাকা, মুগডাল ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতা দাউদ আলী বলেন, দেশি মুরগি ৫০ টাকা কমে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি ২৫০ টাকা, ব্রয়লার ১৪০ টাকা, সাদা কক ২৩০ টাকা ও লেয়ার ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ময়লাপোতা মোড়ের মাংস বিক্রেতা চানমিয়া বলেন, গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়েছে। খাসির মাংস ৯০০-৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪ টাকা বেড়ে ৪৪ টাকা, হাঁসের ও দেশি মুরগির ডিম ৫ টাকা বেড়ে ৫২ টাকা হালি বিক্রি হচ্ছে। সন্ধ্যা বাজারের বিক্রেতা রুবেল গাজী বলেন, পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও রসুনের দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, পেঁয়াজ ৩০ টাকা ও আদা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি ও ইন্ডিয়ান রসুনের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে। এছাড়া হলুদ ১৪০ থেকে ১৫০ টাকা, দেশি শুকনা মরিচ ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।