খুলনায় ৮ দিনব্যাপী বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী

প্রকাশঃ ২০২১-১২-০৮ - ২৩:৩৫

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ থেকে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ৮ দিনব্যাপী বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এ প্রদর্শনী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ পরিবেশনায় এই ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, একাধিক সংসদ সদস্যসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্বাধীনতা যুদ্ধের নানা স্মৃতি, ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্কের নিদর্শন সম্বলিত নানা দৃশ্য ডিজিটাল পর্দায় প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।
এ প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা।