বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজলা প্রেস ক্লাবারের সাধারণ সম্পাদক ও ইউনিক নিউজের বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদারের পিতা দক্ষিণ খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা জিলা স্কুলের প্রয়াত শিক্ষক সুধীর কুমার টিকাদারে ১৬ তম মৃত্যু বার্ষিকী গত ১৩ অষ্টোবর শনিবার নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা, শিক্ষাবিদের স্মৃতিচারন, নাম-সংকীর্ত্তন ও প্রসাদ বিতরণ। গত ২০০৪ সালে ১৩ অষ্টোবর তিনি পরলোক গমন করেন। এ দিনটি দক্ষিণ খুলনাবাসীর জন্য একটি শোকার্ত দিন। এ দিনে দক্ষিণ খুলনাবাসী হারিয়ে ছিল তাদের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক এবং সর্বোপরি আর্তমানবতার সেবায় নিয়োজিত ধর্ম প্রাণ ব্যক্তিত্ব ও গ্রহণ যোগ্য নেতৃত্ব খুলনা জিলা স্কুলের সৎ, ন্যায়, কর্তব্য পরায়ন অবসরপ্রাপ্ত ¯^ানামধন্য প্রবীন শিক্ষক সুধীর কুমার টিকাদার। শিক্ষা জীবনে তিনি (বি.এ, বি.কম, বি.এড, বি.ই.এস, ইংরেজী বষস্ক শিক্ষা ও হিসাব বিজ্ঞানে প্রশিক্ষণ প্রাপ্ত, কাব্যতীর্থ ও ব্যাকরণতীর্থ পাশ করে পন্ডিত্ব লাভ করেন। তিনি ১৯৪২ সালে পহেলা জুলাই তৎকালীন বিভক্ত ভারত বর্ষের বর্তমান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে চক্রাখালী গ্রামে কালিপদ টিকাদারের পুত্র ও মাতা বিনোদিনী টিকাদারের গর্ভে জন্ম গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা পরিবারের ৫ ভাইয়ের মধ্যে পরিবারের প্রধান হয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষাকতার মধ্যে কাটিয়েছেন। এস,এস,সি পাশ করে লেখাপড়ার পাশাপাশি দক্ষিণ খুলনা ঐতিহ্যবাহী চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা শরু করেন। তিনি খুলনা জিলা স্কুলের ২০ বছর শিক্ষাকতা করেছেন। এছাড়া বটিয়াঘাটা উপজেলা বিরাট মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, মাগুরা জেলা স্কুল এবং সর্বশেষ মৃত্যু পর্যন্ত কালিপদ সংস্কৃতি চতুষ্পাঠিতে শিক্ষকতা করেছেন। আজীবন তিনি ছিলেন শিক্ষানুরাগী। এছাড়া যাশোর বোর্ডে প্রাক্তন প্রধান পরিক্ষক ও ফল সংকলক এবং ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্রগ্রাম র্বোড সমূহের প্রাক্তন প্রশ্ন প্রনেতা ও মডারেট হিসাবে কঠোর ও অত্যন্ত গোপনীয় দায়িত্ব পালন করে প্রশংসিত হয়ে ছিলেন। সর্বশেষ তিনি দক্ষিণ খুলনাবাসীর সার্বিক উন্নয়নে প্রগতিশীল চিন্তা ভাবনায় ও সহনশীলতায় গরীব ও অসহায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন নিবেদিত প্রাণ পুরুষ।