খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০৪-১৬ - ১৬:১০

খুলনা : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা আজ (রবিবার) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়াই ভালো। রোজা রেখে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে। শরীর ঠান্ডা রাখতে দিনে কয়েকবার ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছে ফেলতে হবে। হিট স্ট্রোক হতে বাঁচতে ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে। দেশের বিভিন্ন স্থানে বর্তমান সময়ে ঘটে যাওয়া অগ্নিকান্ডের ঘটনাগুলো হালকাভাবে নেওয়ার মতো নয়। হাট-বাজার-মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মার্কেট সংশ্লিষ্টদেরও কাজ করতে হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যেকোন ধরণের আগুণ প্রতিরোধে মার্কেটগুলোয় পাহারার ব্যবস্থা করতে হবে। তীব্রগরমে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। যাকাতের কিছু অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করার জন্য যাকাত প্রদানকারীদের উৎসাহ দেয়া প্রয়োজন।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।