নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারী) সকালে খুলনা জেলা কারাগারে বন্দীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কারাগারের জেল সুপার মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, জেলার মোঃ জান্নাতুল উল ফরহাদ প্রমুখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বলেন, ইতিমধ্যে মাদকসহ আটক হয়ে জেলা কারাগারে বন্দী রয়েছে। তাদেরকে নিয়ে মাদক বিরোধী সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকের বিষয়ে তাদেরকে কুফল সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।