বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন,বর্তমান সরকার একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিক১৯, ঘূর্ণিঝড় আম্ফান সহ একের পর এক প্রাকৃতিক দূর্যোগ সরকারকে মোকাবিলা করে যেতে হচ্ছে। এতকিছুর পরেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একক দূরদর্শিতার কারনে সাধারণ খেঁটে খাওয়া, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে নানান উপকরণ উপহার দিয়ে সামগ্রিক অর্থনৈতিক চাঁকা সচল রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বিধায় এটা সম্ভব হচ্ছে।
তিনি বৃহষ্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব ও সর্বসাধারণের মাঝে পিপিই এবং মাস্ক বিতরনকালে এ কথাগুলি বলেন। উপজেলা চেয়ারম্যান ও আলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, সচিব তপন কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আলীগের সম্পাদক দিলীপ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, জিএম মিলন গোলদার, জেলা যুবলীগনেতা জামিল খান, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, বিধান চন্দ্র রায়, জেলা সৈনিকলীগের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানা,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, তাপস জোয়ার্দার, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি অনুপ বিশ্বাস, ইউপি সদস্যা বিউটি বিশ্বাস, অলিউর রহমান মনি, আমির মোমেনীন রানা, অনুপম মল্লিক, মফিজুর রহমান মুন্না, ফাহিম হাসান প্রমূখ। প্রধান অতিথি এ সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা পরিষদের অর্থায়নে প্রত্যেককে দশ হাজার টাকা করে দশজন ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বমোট ১লক্ষ টাকা প্রদান করেন।