বিজ্ঞপ্তি : দেশ টিভির খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ২টি মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সমাজের অন্যায়-অসঙ্গতি তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তার সঠিক সমাধানের লক্ষ্যে গণমাধ্যম কাজ করে থাকে। গণমাধ্যমকে সমাজের দর্পণও বলা হয়। কিন্তু সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করলেও তার প্রেক্ষিতে নিজের দোষ আড়াল করার জন্য কিংবা গণমাধ্যমকর্মীকে হেয়-হয়রানি করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে খর্ব করে। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভীতিরও সৃষ্টি করে, যা কোনোভাবে কাম্য নয়। সাংবাদিক মোহাম্মদ অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত হয়রাণিমূলক হওয়ায় নেতৃবৃন্দ তা প্রত্যাহারের আহ্বান জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, সদস্য সচিব এড. মো: বাবুল হাওলাদার।